ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) উত্তর ও দক্ষিণের নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশ কেন দেয়া হবে, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।ডিসিসি নির্বাচনের তফসিল কেন নয়: হাইকোর্ট
বুধবার বিকেল ৩টার দিকে দুটি রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, তিন নির্বাচন কমিশনার ও কমিশনের সচিব এবং অর্থ সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
গত রোববার সুপ্রিম কোর্টের দুই আইনজীবী অ্যাডভোকেট মোম্তাক আহমেদ ও অ্যাডভকেট আলমগীর হোসেন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের নির্দেশনা চেয়ে আলাদা দুটি রিট করেন।