সাভারের মেয়র রেফাত উল্লাহ রিমান্ডে

0
195
Print Friendly, PDF & Email

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ইমারত নির্মাণ আইন মামলায় পৌর মেয়র রেফাত উল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য একদিন হেফাজতে নেয়ার অনুমতি পেয়েছে পুলিশ।  সাভারের মেয়র রেফাত উল্লাহ রিমান্ডে
ফাইল ছবি।
 
এছাড়া আগামী ১৫ সেপ্টেম্বর রানা প্লাজা ধসের ঘটনায় করা দুই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
 
বুধবার দুপুরে রেফাত উল্লাহকে ঢাকার জ্যৈষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের পাঁচ দিন হেফাজতে নেয়ার আবেদন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণকর।
 
শুনানি শেষে জ্যৈষ্ঠ বিচারিক হাকিম কাজী শহিদুল ইসলাম রেফাত উল্লাহকে একদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
 
একই আদালতে রানা প্লাজা ধসের ঘটনায় করা আলাদা দুটি মামলায় সোহেল রানা ও তার বাবা আবদুল খালেকসহ অন্য আসামিদের জামিনের আবেদন করা হলে তা নামঞ্জুর হয়।
 
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল। আসামিপক্ষে ছিলেন অ্যাডভকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভকেট আবদুস সামাদ প্রমুখ।
 
গত ২৪ জুলাই মেয়র রেফাত উল্লাহকে গ্রেফতার করা হয়।
 
রানা প্লাজা ধসের ঘটনায় এ পর্যন্ত ২১ জন গ্রেফতার হয়েছেন।
 
সাভারে যুবলীগ নেতা সোহেল রানার মালিকানাধীন বহুতল ভবন রানা প্লাজা গত ২৪ এপ্রিল ধসে পড়ে। এতে ১১শ’র বেশি পোশাককর্মী প্রাণ হারান।

শেয়ার করুন