ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন বর্তমান সরকার বিরোধী দলীয় ত্যাগী নেতাকর্মীদের বেছে বেছে হত্যা করছে। বলে বিএনপির
তিনি আজ এক বিবৃতিতে বলেন, সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে দেশে অরাজক পরিস্থিতি বিরাজ করছে।
ঢাকার ৫৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিনের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আগামী জাতীয় নির্বাচন নিজেদের অধীনে অনুষ্ঠিত করে দেশকে বাকশালী কায়দায় শাসন করার উদ্দেশ্যে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে।