বর্তমান জাতীয় সংসদকে ভুয়া বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, এ সংসদ দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত, সেটিও নিঃসন্দেহে ভুয়া সরকার।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, বন্ধু রাষ্ট্রের বস্তাভর্তি টাকা ও সমর্থন নিয়ে এই সরকার গঠিত হয়েছে।
আওয়ামী লীগকে একটি হাইব্রিড সংগঠন উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের ভেতর থেকে যেমন হাইব্রিড নেতা বের হচ্ছে, তেমনি তারা সংবিধানকেও হাইব্রিড সংবিধানে পরিণত করতে চায়।
ড. মঈন বলেন, দেশের সব প্রতিষ্ঠান ধ্বংসের পাশাপাশি নিজেদেরকেও ধ্বংস করছে আওয়ামী লীগ।
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি বলেন, দেশের কোন মহল এই সরকারের অধীনে নির্বাচনের পক্ষে নয়। তিনি বলেন, একটি পত্রিকার জরিপে দেশের ৯০ শতাংশ মানুষ নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পক্ষে মতামত ব্যক্ত করেছে।
আয়োজক সংগঠনের সভাপতি আবুল কাসেম হায়দারের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমীন গাজী, অধ্যাপক ড. কামরুল হাসান, অধ্যাপক সৈয়দ রাশেদুল হাসান প্রমুখ।