শেষ প্রান্তিকে ১৩,৩৬২ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব

0
149
Print Friendly, PDF & Email

গত অর্থবছরের শেষ প্রান্তিকে দেশি-বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে ১৩ হাজার ৩৬২ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে।

২০১২-১৩ অর্থবছরের এপ্রিল-জুন সময়ে বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত ৩৬৯টি শিল্প উদ্যোগ থেকে এসব প্রস্তাব দেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগের প্রান্তিকের তুলনায় শেষ প্রান্তিকের বিনিয়োগ প্রস্তাব চার দশমিক ৪৩ শতাংশ বেশি। তখন (জানুয়ারি-মার্চ) নিবন্ধিত ৪০৩টি শিল্পপ্রতিষ্ঠান ১২ হাজার ৭৭০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দেয়।

শেষ প্রান্তিকে নিবন্ধিত কোম্পানিগুলোর মধ্যে সম্পূর্ণ দেশীয় মালিকানাধীন ৩০৯টি উদ্যোগের বিপরীতে ১১ হাজার ৫৪০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে।

আর ৩৮টি শতভাগ বিদেশি ও ২২টি যৌথ মালিকানার উদ্যোগের বিপরীতে এক হাজার ৮২২ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে।

চতুর্থ প্রান্তিকে সবচেয়ে বেশি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছে বস্ত্র খাতে, যা প্রস্তাবিত মোট বিনিয়োগের ৩৬ দশমিক ৩৪ শতাংশ। এছাড়া রসায়ন শিল্পে ১৭ দশমিক ৬৯ শতাংশ, কৃষিভিত্তিক শিল্পে ১২ দশমিক ২৬ শতাংশ ও সেবা খাতে ১০ দশমিক ৬৭ শতাংশের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী শিল্প উদ্যোগগুলো শুরু হলে তাতে ৫৯ হাজার ২২৬ জনের কর্মসংস্থান হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

শেয়ার করুন