ওমরাহ পালনে সৌদি আরব যাওয়া বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া মদিনায় মহানবী হজরত মোহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত করেছেন।
রোববার রাতে তারাবির নামাজের পর বিএনপি চেয়ারপারসন মহানবীর রওজা জিয়ারত করেন বলে তার প্রেসসচিব মারুফ কামাল খান জানিয়েছেন।
তিনি বলেন, সেখানে মোনাজাতে দেশের মানুষের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেছেন বিরোধীদলীয় নেতা।
খালেদা জিয়া গত ২৭ জুলাই সৌদি আরব যান। তিনি সরাসরি মদিনায় যান।
প্রেসসচিব জানান, আগামী ৩১ জুলাই বিরোধীদলীয় নেতা মক্কায় ওমরাহ পালন করবেন।
আগামী ৭ অগাস্ট খালেদা জিয়ার দেশে ফেরার কথা রয়েছে।
খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতিমা ও দুই ছেলে, বিএনপি সহসভাপতি শমসের মবিন চৌধুরী, বিরোধীদলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ, আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ প্রমুখ।