রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় পুলিশ মিছিল থেকে ১০ জনকে আটক করেছে। আজ সকাল ৯টার দিকে মিরপুর ১ নম্বর মোড় এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মনজুরুল ইসলাম ভুইয়া। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সকালে শতাধিক জামায়াত-শিবির কর্মী মিছিল নিয়ে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। ইট-পাটকেল নিক্ষেপ করে।ঘটনাস্থল থেকে পুলিশ ১০ জনকে আটক করে।
উল্লেখ্য, সরকারের নানামুখী ষড়যন্ত্র, জুলুম, নির্যাতন, নিপীড়নের প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।