ঈদের আগে-পরে মহাসড়কে ট্রাক চলবে না ৭ দিন

0
180
Print Friendly, PDF & Email

ঈদে নির্বিঘ্নে যান চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। এর মধ্যে যাত্রীবাহী পরিবহনের সুবিধার্থে ঈদের আগে এবং পরে সাতদিন মহাসড়কে ট্রাক ও কভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ৫ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা চালু থাকবে। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার কক্ষে দুপুর ২টা ৪০ মিনিটে এ বৈঠক শুরু হয়ে ২ ঘণ্টাব্যাপী চলে।

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, রেলওয়ে মন্ত্রী মুজিবুল হক, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, বিভিন্ন বিভাগীয় কমিশনার, রাজধানীর পার্শ্ববর্তী কয়েকটি জেলাপ্রশাসনের প্রতিনিধি, র‌্যাব ও সেনাবাহিনীর প্রতিনিধি, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি, হাইওয়ে পুলিশ প্রতিনিধি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া, আইনশৃঙ্খলা বজায় রাখতে সারাদেশে মহাসড়কে ৫ হাজার র‌্যাব সদস্য সক্রিয় থাকবে। ছিনতাই ও চাঁদাবাজি রোধে হাইওয়েতে নির্দিষ্ট স্টপেজ ছাড়া কোনো যাত্রীবাহী বাস থামানো যাবে না। যাত্রাবাড়ী-গুলিস্তান সড়কে খানাখন্দ হলে তাৎক্ষণিকভাবে মেরামত করার ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন