মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর উদ্যোগে ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷ সম্মেলনে ম্যাব এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব রেফাত উলস্নাকে গ্রেপ্তারের প্রতিবাদে এই সম্মেলটি অনুষ্ঠিত হয়৷
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ম্যাব এর নির্বাহী সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র মোঃ আঃ বাতেন এবং মূল প্রবন্ধ পাঠ করেন ম্যাব মহাসচিব ও সিংড়া পৌরসভার মেয়র অধ্যাঃ শামিম আল রাজি৷
বক্তব্যে বলা হয়, গত ২৪ এপ্রিল ২০১৩ সাভারে রানা পস্নাজা ভবন ধ্বসে ১১২৯জন মর্মানত্মিকভাবে নিহত হন এবং তার দায়ভার উক্ত পৌরসভার মেয়র আলহাজ্ব রেফাতউলস্না, কাউন্সিলর মোহাম্মদ আলী, নির্বাহী প্রকৌশলী ইমতিয়াম হাসান এবং সহকারী প্রকৌশলী মোঃ আলম মিয়ার উপর মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করায় ম্যাব এর পৰ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসনড়ব ঈদের পূর্বে তাঁদের সকলের নিঃশর্ত মুক্তি দাবী করেন৷ রেফাত উলস্নার ব্যক্তিগত মযর্াদা ও পৌরসভার ভাবমুর্তি ৰুণড়ব করতেই তাকে গ্রেফতার করা হয়েছে৷ পৌর এলাকায় ভবনের নক্শা অনুমোদন পৌরসভা দিয়ে থাকলেও অনেক ৰেত্রে অনুমোদিত নক্শা মানা হয় না এবং নিমড়বমানের নির্মান সামগ্রী ব্যবহার করা হয়৷ এ ধরনের কার্য্#৯৫৬;ম বেশিরভাগ ৰেত্রে রাজনৈতিক এবং স্থানীয় প্রভাবশালীরা করে থাকেন কিংবা তাদের সম্পৃক্ততায় ঘটে থাকে৷ এ ৰেত্রে আইন থাকলেও বাসত্মবে পৌরসভার প্রায়োগিক ৰমতা না থাকায় এবং রাজনৈতিক প্রভাবের কারণেই দেশব্যাপী অনেক নিমড়বমানের ঝুঁকিপূর্ণ ভবন নির্মিত হচ্ছে বলে বক্তব্যে উলেস্নখ করেন৷
জনাব শামিম আল রাজি বলেন সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে নির্বাচনী ইশতেহারের কোন ওয়াদাই পুরন করেন নাই বরং প্রতিটি ৰেত্রেই ৰমতা কেন্দ্রীভূত করার প্রবণতা নানাভাবে উনড়বয়ন প্র্ি#৯৫৬;য়াকে বাধাগ্রস্থ করছে৷ রাষ্ট্রিয়ভাবে সুনির্দিষ্ট কোনো বিকেন্দ্রীকরণ নীতিমালা না থাকায় বিভিনড়ব সময়ে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণে গৃহীত পদৰেপগুলোর ধারাবাহিকতা বজায় থাকেনি৷
সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রতি বিমাতাসূলভ আচরণ করার জন্য সরকারের প্রতি তীব্র নিন্দা জানানো হয় এবং কিছু সুপারিশসমূহের প্রতিবন্ধকতা সংশোধন করে স্থানীয় সরকার প্রতিনিধিদের সম্মান ও স্বসত্মির সাথে সেবা প্রদানের নিশ্চয়তা জন্য সরকারকে আহবান জানানো হয়৷
মানবিক কারণে পৌরসভা আইনের ৩১ ও ৩২নং ধারা মূলে ৰতিগ্রস্থ সকল নির্বাচিত প্রতিনিধিদের হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার বিশেষতঃ সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ রেফাত উলস্নাসহ কাউন্সিলর মোহাম্মদ আলী, নির্বাহী প্রকৌশলী ইমতিয়াম হাসান এবং সহকারী প্রকৌশলী মোঃ আলম মিয়াকে মিথ্যা মামলা থেকে মুক্তি প্রদানের জন্য সরকারের কাছে জোড় দাবী জানানো হয়৷ সাংবাদিকদের প্রশেড়বর উত্তরে জনাব শামিম আল রাজি বলেন গত ২৪ এপ্রিল অত্র পৌরসভার গ্রেফতারকৃত প্রকৌশলীগণ যোগদানই করেন নাই তাই সরকার এই দাবী না মানলে প্রয়োজনে গণতান্ত্রিক প্র্ি#৯৫৬;য়ায় ধারাবাহিক পদৰেপ গ্রহণ করা হবে৷ সংবাদ সম্মেলনে নির্বাহী সভাপতি প্রশেড়বর উত্তরে বলেন সরকার আমাদের দাবী না মানলে প্রয়োজনে সরকারের বিরম্নদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে৷ মানিকগঞ্জ উপজেলার চেয়ারম্যান ও উপজেলা পরিষদ এসোসিয়েশনের মহাসচিব আতাউর রহমান আতা প্রকৌশলীদের ও মেয়রদের কর্মপরিধি উলেস্নখ করেন৷ এছাড়াও উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন, মোঃ তোফাজ্জল হোসেন মেয়র রাজবাড়ী পৌরসভা, আলহাজ্ব জিকে গউছ মেয়র হবিগঞ্জ পৌরসভা, মোঃ আঃ মজিদ মেয়র কাকনহাট পৌরসভা, কাউন্সিলর এসোসিয়েশনের সভাপতি ও ম্যাব সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আকবর হোসেন, কাউন্সিলর মোঃ আখতারম্নজ্জামান, রিনা নাসরিন, নূরজাহান হ্যাপীসহ অনেকে৷