রনির সঙ্গে দেখা করেছেন স্ত্রী-সন্তানরা

0
144
Print Friendly, PDF & Email

সাংবাদিক হত্যাচেষ্টা মামলায় আটক সংসদ সদস্য গোলাম মাওলা রনির সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী ও দুই সন্তান।

শুক্রবার দুপুরে গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এ স্ত্রী কামরুন্নাহার রুনি, ছেলে রিয়াদ ও মেয়ে নন্দিনী তার সঙ্গে দেখা করেন।

এ সময় তারা রনিকে কিছু কাপড়চোপড় ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

কারাধ্যক্ষ সুভাষ চন্দ্র ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে রনিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে আনা হয়।

কারাধ্যক্ষ বলেন, রনি বর্তমানে কারাগারের ভিআইপি বন্দিশালা সুরমা ভবনের দোতলায় রয়েছেন। বৃহস্পতিবার রাতে তিনি কারাগারে গোসল ও খাবার সেরে রাতভর ঘুমিয়েছেন। পরে সেহেরী খেয়ে রোজা রাখেন।

ফাইল ছবি
ফাইল ছবি
কারাগারে তাকে বেশ চুপচাপ থাকতে দেখা গেছে। নামাজ ও পত্রিকা পড়েই দিন কাটছে তার।

এ ভবনে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, ব্যবসায়ী গিয়াস আল মামুন, জামায়াত নেতা মীর কাশেম আলীও বন্দি হিসেবে রয়েছেন বলে সুভাষ ঘোষ জানান।

গত ২০ জুলাই রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় গোলাম মওলা রনির অফিসে ইনডিপেনডেন্ট টিভির দুই সাংবাদিককে মারধর করা হয়।

এরপর তার বিরুদ্ধে সাংবাদিক পেটানো ও হত্যাচেষ্টার মামলা করা হয়। ওই মামলায় গ্রেপ্তার হওয়ার পর বৃহস্পতিবার তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠায় আদালত।

শেয়ার করুন