অন্যান্যবারের মতো এবার রাজধানীর বিভিন্ন বাস কাউন্টাগুলোতে অগ্রিম টিকেট প্রত্যাশিদের বাড়তি কোনো ভীড় লক্ষ্য করা যাচ্ছে না। ঈদের ছুটি কম থাকাকে এর মূল কারণ হিসেবে উল্লেখ করছেন অনেকে।
রোববার সকাল থেকে গাবতলীর বাস টার্মিনালের টিকেট কাউন্টারগুলোতে অগ্রিম টিকেট প্রত্যাশীদের বাড়তি কোনো চাপ দেখা যায়নি।
কথা বলে জানা যায়, অধিকাংশ পরিবহন কাউন্টারগুলোতে ঈদের অগ্রিম টিকেট বিক্রি হয়নি।
আজমেরি পরিবহণের গাবতলী কাউন্টার মাস্টার বিদ্যুৎ বাংলানিউজকে জানান, প্রতিবারের তুলনায় এবার যাত্রীদের চাপ অনেক কম। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ঈদের ছুটি কম থাকায় মানুষজন বাড়িতে কম যাচ্ছে। তবে শেষ সপ্তাহে যাত্রীদের চাপ বাড়বে।
এছাড়া রোববার সকাল থেকে বৃষ্টির কারণে অনেকে ঘর থেকে বের হতে না পারাটাও তিনি কারণ হিসেবে উল্লেখ করেন।
রাজধানীর কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট এলাকার কাউন্টারগুলো ঘুরে দেখা যায়, অগ্রিম টিকেট প্রত্যাশীদের তেমন একটা ভীড় নেই। কয়েকটি পরিবহনের ৭ আগস্টের টিকেট বিক্রি হয়েছে।
সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টার জাকির বাংলানিউজকে বলেন, ‘আমাদের এখানে ৭ আগস্টের সব টিকিট বিক্রি হয়ে গেছে। তবে অন্যান্য দিনের টিকেট এখনও পাওয়া যাচ্ছে।’