সাংবাদিক পেটানো মামলায় সংসদ সদস্য গোলাম মাওলা রনির পক্ষে এবার জামিন আবেদন করা হয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। আজ রনির পক্ষে জামিন আবেদন করা হলে বিচারক মো. জহুরুল হক এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৩ আগস্ট দিন ধার্য করেছেন।
এর আগে সংসদ সদস্য গোলাম মাওলা রনির জামিন নাকচ করে কারাগারে পাঠিয়ে দেন ঢাকা মহানগর হাকিম শাহারিয়ার মাহমুদ আদনান।