দেশের চলমান রাজনৈতিক অবস্থা, আগামী সংসদ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখাসহ বিভিন্ন দিক নিয়ে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার সাথে বিএনপির কয়েকজন নেতার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে (ইফতারের পর) মার্কিন ডেপুটি রাষ্ট্রদূত ড্যানিলোইসের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টা ধরে চলা এ বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাবিহ উদ্দিন আহম্মেদ। বৈঠক সূত্রে জানা যায়, আগামী জাতীয় নির্বাচন অবাধ-নিরপে ও সুষ্ঠুভাবে করতে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখার বিভিন্ন দিক, জিএসপি সুবিধা স্থগিত, টিকফা চুক্তি, গণতন্ত্র, শিল্পকারখানাসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। বাংলানিউজ। এ বিষয়ে বৈঠকে উপস্থিত থাকা এক নেতা নাম প্রকাশ না করা শর্তে বলেন, ‘বাংলাদেশের রাজনীতির বিভিন্ন সমস্যা আগামী সংসদ নির্বাচন, জিএসপি সুবিধা স্থগিতসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। এক কথায় দেশের সার্বিক বিষয় নিয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে।’ তবে বৈঠক চলাকালে মার্কিন ডেপুটি রাষ্ট্রদূত লুইস তার বাসায় উপস্থিত ছিলেন না। বৈঠক সূত্রে আরো জানা যায়, আগামী কয়েক দিনের মধ্যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখার বিভিন্ন দিক সবার সামনে তুলে ধরবে।