চট্টগ্রামে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু

0
142
Print Friendly, PDF & Email

রাতভর টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের লালখানবাজারে পাহাড় ধসে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মা ফাতেমা বেগম (৩৫) ও তার মেয়ে কুলসুম (১৫)। রোববার ভোর পাঁচটার দিকে নগরীর খুলশী থানার লালখানবাজার টাংকির পাহাড় এলাকায় পাহাড় ধসের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসী মা ও মেয়ের লাশ উদ্ধার করে। খুলশী থানার এসআই মো. আমীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় ভোর পাঁচটার মধ্যে কোনো এক সময় পাহাড়ের একাংশ ঘরের ওপর ধসে পড়ে। এতে মা ও মেয়ে মারা যান।

শেয়ার করুন