এইচএসসির ফলাফল আগস্টের প্রথম সপ্তাহে

0
134
Print Friendly, PDF & Email

দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। একই সঙ্গে প্রকাশ করা হবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা-বিএম) পরীক্ষার ফল।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম জানান, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আগস্টের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চাওয়া হয়েছে। আনুষ্ঠানিক ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী যে দিন সময় দেবেন সেদিনই তা প্রকাশ করা হবে।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। সময়সূচি অনুযায়ী এর লিখিত পরীক্ষা ২৮ মে শেষ হওয়ার কথা ছিল। তবে বিরোধী দলের হরতাল, রাজনৈতিক অস্থিরতা এবং ঘূর্ণিঝড় মহাসেনের কারণে এইচএসসি ও সমমানের বেশ কয়েকটি পরীক্ষা পিছিয়ে শেষ হয় ৩ জুন।
শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করার কথা। সে হিসেবে আগামী ৩ আগস্ট ফল প্রকাশের সম্ভাবনা বেশি।
এ বছর ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন পরীক্ষার্থী ছিল। ৭ হাজার ৮০৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের এ পরীক্ষার্থীরা ২ হাজার ২৮৮টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছে।

শেয়ার করুন