ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ থেকে শুরু হচ্ছে ঈদ অগ্রিম ট্রেন ও দূরপাল্লার বাসের টিকিট বিক্রি। গত বুধবার দূরপাল্লার ১২২ রুটের ঈদ অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার থেকে বিক্রি হবে ঈদ অগ্রিম দূরপাল্লার বাসের টিকিট। একইভাবে আজ বিক্রি হবে ঈদ অগ্রিম দূরপাল্লার বাসের টিকিট। একইভাবে আজ বিক্রি হবে ঈদ অগ্রিম আন্তঃনগর ট্রেনের টিকিট। কমলাপুর রেলস্টেশনের কাউন্টার থেকে এ টিকিট বিক্রি করা হবে। টিকিট বিক্রি সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। আজ প্রথম দিন ৪ আগস্টের টিকিট বিক্রি হবে। আগামীকাল শনিবার বিক্রি হবে ৫ আগস্টের টিকিট। কমলাপুর রেলস্টেশনে ঈদ অগ্রিম টিকিট বিক্রির জন্য ৩২টি কাউন্টার খোলা হয়েছে। এবার মহিলা ও প্রতিবন্ধীদের জন্য পৃথক কাউন্টার খোলা হয়েছে বলে রেলের মহাপরিচালক মোহাম্মদ আবু তাহের বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন।
এ ছাড়া সরকার নিয়ন্ত্রিত পরিবহন সংস্থা বিআরটিসিও আগামী ১ আগস্ট থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে। সদরঘাটে আগামী ১ আগস্ট থেকে ঈদ অগ্রিম লঞ্চের (কেবিনের) টিকিট বিক্রি হবে। লঞ্চ মালিক সমিতি জানিয়েছে, এবার যাত্রীভাড়া বাড়ানো হবে না। পাশাপাশি বিআইডবি্লউটিসি ৬ আগস্ট থেকে বিশেষ ঈদ সার্ভিস চালু করবে। এ জন্য বেসরকারি সাতটি ও সরকারি তিনটি নৌযান প্রস্তুত রাখা হয়েছে।