শিক্ষা-প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ গঠনের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ কমানোর আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসকেরা।
আজ জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনে সচিবালয়ে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশনে তারা এ আহ্বান জানান। পাশাপাশি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতারও দাবি জানিয়েছেন তারা।
অধিবেশন শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, ‘কমিটি গঠনের ক্ষেত্রে নানা হস্তক্ষেপ হয়। আমাদের দেশে ক্ষমতাবানরা হস্তক্ষেপ করেন, স্থানীয়রা হস্তক্ষেপ করেন, এতে প্রবলেম (সমস্যা) হয়।’
জেলা প্রশাসকরা রাজনৈতিক হস্তক্ষেপ কমানোর জন্য কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘সেটা অনেকাংশে কমিয়ে এনেছি। আরো কমিয়ে আনা হবে।’
মন্ত্রী বলেন, ‘শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার প্রশ্ন ছিল; যেন সেখানে উপযুক্ত লোক নিয়োগ হয়। সেটা উন্নত হয়েছে। তবে আরো উন্নত করার জন্য তারা তাগাদা দিয়েছেন।’
তিনি বলেন, ‘নিবন্ধন সনদ ছাড়া মাধ্যমিকে কাউকে নিয়োগ দেওয়া হয় না। সরকারি হাইস্কুলে আগে মন্ত্রণালয় নিয়োগ দিলেও এখন (পাবলিক সার্ভিস কমিশন) পিএসসির মাধ্যমে নিয়োগ হচ্ছে।’
প্রাথমিকে শিক্ষক নিয়োগও স্বচ্ছভাবে হয় বলে দাবি করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।