বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টির (আইসিএপিপি) বিশেষ উপদষ্টো হতে যাচ্ছেন। গতকাল সোমবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয় আেইসিএপিপির মহাসচিব চেং ইউ ইয়াংয়রে নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাকে সংগঠনটির বিশেষ উপদষ্টো হওয়ার জন্য লিখিতভাবে অনুরোধ জানালে তাতে তিনি সম্মতি দেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আইসিএপিপির পক্ষ থেকে বিশেষ উপদষ্টো হওয়ার অনুরোধ জানালে চেয়ারপারসন তাতে সম্মতি দিয়ছেন।
তিনি আরও জানান, নারীর ক্ষমতায়ন, গণতান্ত্রিকক ধারা অব্যাহত রাখতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বেগম জিয়াকে বিশেষ উপদষ্টো করতে চান তারা।