হত্যাচেষ্টা, ভাঙচুর ও মারধরের অভিযোগে সংসদ সদস্য গোলাম মাওলা রনির দায়ের করা মামলায় তিন মাসের আগাম জামিন পেয়েছেন বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্টের দুই সাংবাদিক।
মঙ্গলবার ওই দুই সাংবাদিক আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
দুই সাংবাদিক হচ্ছেন-ইমতিয়াজ মমিন ও মহসিন মুকুল। আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আনিসুল হক।
উল্লেখ্য, হত্যাচেষ্টা, ভাঙচুর ও মারধরের অভিযোগে শনিবার দিনগত রাত সাড়ে আটটায় শাহবাগ থানায় গোলাম মাওলা রনি বাদী হয়ে মামলাটি করেন।
এর আগে বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট’র দুই সাংবাদিককে মারধরের ঘটনায় গোলাম মাওলা রনির বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে টিভি কর্তৃপক্ষ।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলী শনিবার বিকেলে রনিসহ অজ্ঞাত পরিচয় ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
এ মামলায় গোলাম মাওলা রনি রোববার বিচারিক আদালত থেকে মুচলেকায় জামিন পান।