হরতালের কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স চূড়ান্ত ও সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
স্থগিত হওয়া মাস্টার্সের ১৬ জুলাইয়ের পরীক্ষা ২২ জুলাই এবং ১৮ জুলাইয়ের পরীক্ষা ২৪ জুলাই অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সম্মান তৃতীয় বর্ষের ১৭ জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ জুলাই।
শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য এসব পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচী অপরিবর্তীত থাকবে।