রনি চাইলেন ক্ষমা, তার পোর্টাল বলছে ‘গণধোলাই’

0
165
Print Friendly, PDF & Email

সাংসদ গোলাম মাওলা রনির নেতৃত্বে সাংবাদিক পেটানোর ঘটনাকে ‘গণধোলাই’ বলে প্রচার করছে তার সম্পাদনায় প্রকাশিত অনলাইন পোর্টাল ডিফারেন্ট নিউজ।রনি চাইলেন ক্ষমা, তার পোর্টাল বলছে ‘গণধোলাই’
রনি সম্পাদিত ডিফারেন্ট নিউজে সাংবাদিক পিটুনির খবরের স্ক্রিনশট।
 
‘এমপি রনির বিরুদ্ধে যড়যন্ত্র করতে গিয়ে গণধোলাইয়ের শিকার দুই সাংবাদিক’ শিরোনামে সংবাদটিকে শীর্ষ খবর করেছে রনির পোর্টাল।
 
পিটুনির ঘটনায় রনিসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলাও করেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষ।
 
শনিবার বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বেসরকারি টেলিভিশন স্টেশন ইন্ডিপেন্ডেন্টের ‘তালাশ’ নামের একটি অনুষ্ঠানের প্রতিবেদক ইমতিয়াজ মমিন ও ভিডিওগ্রাহক মুকুল মহসিন। পিটুনিতে আহত মুকুল মহসিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তিও করা হয়েছে।
 
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক বিজ্ঞপ্তিতেও একথা জানানো হয়েছে।
 
রনি চাইলেন ক্ষমা, তার পোর্টাল বলছে ‘গণধোলাই’
রনির নেতৃত্বে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিককে পেটানোর খবর প্রকাশ হয় শনিবার। ছবি- ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন
পিটুনির ঘটনায় গোলাম মাওলা রনি ক্ষমা চেয়েছেন বলেও খবর প্রকাশ করেছে একটি অনলাইন সংবাদমাধ্যম।
 
তবে এই ঘটনাকে অন্যভাবে উপস্থাপন করছে রনির সম্পাদনায় প্রকাশিত ডিফারেন্ট নিউজ।
 
এতে দাবি করা হয়েছে, “জনপ্রিয় তরুণ সংসদ সদস্য গোলাম মাওলা রনি এমপির বিরুদ্ধে যড়যন্ত্র করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের দুই সাংবাদিক।”
 
এর কারণ হিসাবে এতে বলা হয়, “দেশের আলোচিত ব্যবসায়ী সালমান এফ রহমানের বিরুদ্ধে কলাম এবং টেলিভিশন টক শোতে বক্তব্য প্রদান করায় কয়েকদিন যাবত এমপি রনি ও তার অফিসের উপর নজরদারি শূরু করে সালমান এফ রহমানের মালিকানাধীন টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট। শনিবার এরই ধারাবাহিতকায় ঐ টেলিভিশন চ্যানেলের দুই সাংবাদিক অফিসের করিডোরে এমপি রনিকে লাঞ্চিত করার চেষ্টা করলে ঘটে অপ্রীতিকর ঘটনা।”
 
গোলাম মওলা রনি পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ সাংসদ।

শেয়ার করুন