লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর তুলনা করতে গেলে রিয়াল মাদ্রিদ ভক্তরা একটাই শ্রেষ্ঠত্বের গল্প তৈরি করতে পারেন সব সময়।মেসির মূল্য ২৫ কোটি ইউরো
সেটি হলো, রেকর্ড ট্রান্সফারের বিনিময়ে ম্যানইউ থেকে তার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া।
মেসি বেড়ে উঠেছেন বার্সেলোনার লা মাসিয়ায়। খেলার হাতেখড়ি সেখানে এবং এখনও আছেন একই ক্লাবে।
সুতরাং তার ট্রান্সফার ফি নিয়ে খুব বেশি মাতামাতি করার সুযোগ নেই ভক্তদের। এবার সম্ভবত সেই ক্ষত কাটাতে পারবে মেসি ভক্তরা।
কারণ, বার্সার আর্জেন্টাইন সুপারস্টারকে কিনতে ২৫০ মিলিয়ন ইউরো (২৫৫৬ কোটি টাকা) ছাড়তেও রাজি ম্যানসিটি এবং পিএসজি।
শুধু তাই নয়, চারবারের ফিফা ব্যালন ডি’অর জয়ীকে কিনতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে আরও দুটি ক্লাব। ফ্রান্সের মোনাকো এবং রাশিয়ার আনজি মাখাচকালা।
১২০ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফির প্রস্তাব দিয়ে রেখেছে ক্লাব দুটি।