বিদেশি দর্শকদের জন্য ব্রাজিল বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচের টিকেটের সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ৯০ ডলার (৫৯ পাউন্ড বা ৬৯ ইউরো)।বিশ্বকাপ টিকেট ৯০ ডলার, বিক্রি শুরু আগস্টে
আগামী বছরের ১৩ জুলাই অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচটি দেখতে হলে বিদেশি দর্শকদের খরচ করতে হবে কমপক্ষে ৪৪০ ডলার (২৮৮ পাউন্ড)।
আর ফাইনাল ম্যাচের সবচেয়ে দামি টিকেটটি হবে ৯৯০ ডলারের (৬৫০ পাউন্ড)।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
আগামী বছরের ১২ জুন ব্রাজিলের সাও পাওলোতে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ-২১০৪।
এই আসরের টিকেট বিক্রি শুরু হবে আগামী ২০ আগস্ট থেকে। বিশ্বকাপে দর্শকদের জন্য বরাদ্দ থাকবে প্রায় ৩০ লাখ টিকেট।
ব্রাজিলিয়ানদের জন্য টিকেটের সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১৫ ডলার। অবশ্য শুধু শিক্ষার্থী, ষাটোর্ধ্ব বয়োজ্যেষ্ঠ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাই এই দামে টিকেট কিনতে পারবেন।
আর সাধারণ ব্রাজিলিয়ানদের জন্য টিকেটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৩০ ডলার।
প্রসঙ্গত, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে টিকেটের সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছিল ২০ ডলার।