তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন জনগণ প্রত্যাখান করবে: খালেদা

0
167
Print Friendly, PDF & Email

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে জনগণ ঘৃণাভরে প্রত্যাখান করবে। এ জন্য তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায়।’
 
তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়নি, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না।’
 
খালেদা জিয়া আজ সন্ধ্যায় হোটেল রূপসী বাংলায় বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে ইফতার মহাফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
তিনি বলেন, ‘আপনার জানেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের কি অবস্থা করেছে। তাই দেশের জনগণ এই জুলুমবাজ, অত্যাচরী ও দুর্নীতিবাজ সরকারের হাত থেকে মুক্তি চায়।’
 
জামায়াতের নায়েব আমীর অধ্যাপক একেএম নাজির আহমেদের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিরোধী দলের চিপ হুইপ জয়নাল আবেদীন ফারুক, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, ডা. এজেডএম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, সাংবাদিক শফিক রেহমান, গাজীপুর সিটি মেয়র এমএ মান্নান, বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তালুকদার, বিএনপির মহিলা দলের সেক্রেটারি শিরিন সুলতানা, এন পিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ইসলামী ঐক্যজোটের আমীর মাওলানা আব্দুল লতিফ নেজামী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতী ইজহারুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট আহমদ আজম খান, কবি আল মাহমুদ, সুপ্রিম কোট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুব হোসেন, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোস্তফা, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মোবিন, লেবার পার্টির সভাপতি ডা. মো. ইরান, মসহাসচিব হামদুল্লাহ মেহদী, সম্মিলিত উলমা মাশায়েখ পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ড. খলিলুর রহমান মাদানী, হেফাজতে ইসলাম চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মুফতি আব্দুর রহমান চৌধুরী, মীরেশ্বরাইর পীর মাওলানা আব্দুল মোমেন নাসেরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমীন গাজী, বিএনপির মহিলা এমপি রাশেদা বেগম হিরা, শাম্মি আক্তার, ইসমাইল হোসেন বেঙ্গল, আব্দুস সালাম,  প্রেস ক্লাবের সেক্রেটারি সৈয়দ আবদাল আহমেদ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন প্রমুখ।

 

শেয়ার করুন