তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন যুদ্ধাপরাধের রায় ঈদের পর কার্যকর করা হবে।
তিনি আজ দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে যুদ্ধাপরাধীদের রায় দ্রুত কার্যকর করার দাবিতে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
মন্ত্রী বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে প্রমাণিত হয়েছে জামায়াত ইসলামী সাংগঠনিকভাবেই পাকিস্তানের দালাল। রাজাকার সংগঠনের সব নেতাকর্মীই রাজাকার।”
ইনু বলেন, “জামায়াতের সাবেক রোকন বাচ্চু রাজাকার, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদরা ঘৃণিত যুদ্ধাপরাধী। এজন্য আদালত তাদের ফাঁসির আদেশ দিয়েছেন। ঈদের পরই আমরা রায় কার্যকর করবো।”