নেতিবাচক রাজনীতির কারণে জনগণ বিরক্ত : যোগাযোগমন্ত্রী রাজনীতিবিদদের নেতিবাচক রাজনীতির কারণে জনগণ বিরক্ত বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আজ সকালে গাজীপুরের টঙ্গী-ঘোড়াশাল সড়কের পূবাইলের মিরের বাজার এলাকায় ঢাকা-বাইপাস সড়ক ও টঙ্গী-ঘোড়াশাল সড়ক পরিদর্শনকালে এ কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, এখন সরকারের শেষ সময়, দিন যতোই যাবে ততোই আমাদের উত্তাল সময় অতিক্রম করতে হবে। এর মধ্যেই যতোটা সম্ভব সাধ্যমতো কাজ করে যাবো।
তিনি বলেন, ঈদকে সামনে রেখে দেশের সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে যা করার তাই করছি উল্লেখ করে বলেন, কোথাও কোন সমস্যা হচ্ছে না। কিন্তু রাজনৈতিক অস্থিরতা থাকলে সড়ক ফোর লেন, সিঙ লেন এবং এইট লেন করেও কোনো লাভ নেই।