এমপি নির্বাচনে শেখ রেহানার মেয়ে টিউলিপ

0
150
Print Friendly, PDF & Email

লন্ডনের কিলবার্ন এলাকায় এমপি নির্বাচনে লেবার পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার মেয়ে নববিবাহিত টিউলিপ সিদ্দিক।

বৃহস্পতিবার লন্ডনের বাংলা সংবাদ মাধ্যমগুলোর এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এ বিষয়ে বিস্তারিত জানান। টিউলিপের সাথে তার মা শেখ রেহানা উপস্থিত ছিলেন।

টিউলিপ বলেন, “প্রভাবশালী কোন আত্মীয়ের পরিচয়ে নয় বরং নিজ যোগ্যতায় রাজনীতিতে নিজের অবস্থান শক্তিশালী করেছি। বিভিন্ন কাজের মাধ্যমে আমি আজ এ পর্যায়ে পৌঁছেছি। রাজনৈতিক বিশ্বের অনেক অভিজ্ঞতার ভাণ্ডার আমার রয়েছে।”

এর আগে গেল রোববার লন্ডনের কিলবার্ন আসনে লেবার পার্টির মনোনয়ন নিশ্চিত করেন টিউলিপ।

শেখ রেহানা বলেন, “৭৫ সালে বাবার হত্যাকাণ্ডের পর তিনি যে কিলবার্নের পথে পথে চাকরির জন্য ঘুরেছেন, আজ সেই এলাকায় এমপি নির্বাচনে অংশ নিচ্ছেন আমার মেয়ে।” এসময় তিনি টিউলিপের জন্য দোয় চান।

শেয়ার করুন