বেনাপোল সীমান্ত থেকে ১০০ভরি স্বর্নের বিস্কুটসহ ২চোরাকারবারী আটক

0
226
Print Friendly, PDF & Email

১৯জুলাই- বর্ডার গার্ড বাংলাদেশ ২৩ব্যাটলিয়ন বিজিবি সদস্যরা শুক্রবার দুপরে–বেনাপোল পুটখালি সীমান্ত থেকে ১কোজি ২শ গ্রাম ওজনের ১০টি স্বর্নের বিস্কুট ও একটি প্লাটিনা মটর সাইকেলসহ ২ চোরাকারবারীকে আটক করেছে। আটককৃতরা হলো পুটখালি গ্রামের মিজানুর রহমানের পুত্র মফিজুর রহমান (৩১)ও আব্বাস আলীর পুত্র আলমঙ্গীর (৩২)।
 বেনাপোল পুটখালি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল জলিল জানান,শুক্রবার দুপুরে মফিজুরও আলমঙ্গীর নামে ২যুবক মটর সাইকেলযোগে সীমান্ত থেকে আসা কালে পুটখালি প্রাইমারী স্কুলের কাছ থেকে একটি মটর সাইকেল সহ তাদেরকে আটক করা হয়। এসময় তাদের শরীর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১কেজি ২শ গ্রাম ওজনের ১০টি স্বর্নের বার। যা ১০০ভরি স্বর্নের সমতুল্ল। আটককৃতদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন