বিশ্ব জনমতের কাছে দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে যুক্তরাজ্যে গিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে যুক্তরাজ্যে গিয়েছিলাম’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
যুক্তরাজ্য সফর শেষে শুক্রবার সকালে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের একথা জানান।
ব্রিটিশ হাউজ অব লর্ডসের মানবাধিকার কমিশনের আমন্ত্রণে মির্জা ফখরুল যুক্তরাজ্যে একটি সেমিনারে অংশগ্রহণ করেন। মানবাধিকার কমিশনের প্রতিনিধির সঙ্গে তিনি বাংলাদেশের রাজনীতি, মানবাধিকার পরিস্থিতি ও সংখ্যালঘু ইস্যু নিয়ে আলোচনা করেন।
মির্জা ফখরুল বলেন, “বিশ্ব জনমতের কাছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে আমরা সেখানে [যুক্তরাজ্যে] গিয়েছিলাম।”
তিনি বলেন, “দেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অত্যন্ত জরুরি; সেই প্রাসঙ্গিকতাও সেখানে তুলে ধরেছি।”
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, “বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন।”