গত সপ্তাহ থেকে থিয়াগোর সঙ্গে যোগাযোগ করে যাচ্ছিল বার্সা তাই এবার পিএসজি হুমকি দিল,
থিয়াগোকে কিনে নিলে লিওনেল মেসিকে হারাবে বার্সা। বার্সার সঙ্গে মেসির চুক্তির শেষ হবে ২০১৮ সালে। তাই এখনই মেসিকে কিনতে হলে বাই-আউট ক্লজ অনুযায়ী ২৫০ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দিতে হবে পিএসজিকে। টাকার দিকে না তাকিয়েই তবুও হুমকিটা এসেই গেল।