বিএনএফকে নিবন্ধন দিলে ইসির বিরুদ্ধে আন্দোলন: বিএনপি

0
147
Print Friendly, PDF & Email

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) যদি নিবন্ধন প্রক্রিয়া থেকে সরে না আসে তাহলে ১৮ দলের নেতৃত্বে তত্ত্বাবধায়কের দাবির পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনারসহ সব কশিনারের পদত্যাগের দাবিতে দুর্বার আন্দোলনের হুশিয়ারি দিয়েছে বিএনপি৷বাংলামেইল

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ হুমকি দেন৷

তিনি বলেন, ‘বিএনএফ নামে একটি সংগঠনকে রেজিস্ট্রেশন দিতে নির্বাচন কমিশন উঠেপড়ে লেগেছে৷ যাদের সারাদেশে সাংগঠনিক অস্তিত্ব নেই৷ তারপরও ভুয়া অস্তিত্বের কথা বলে ইসি নিবন্ধন দিতে যাচ্ছে৷

সরকারি চক্রান্তের সঙ্গে কমিশন নিজেদের যুক্ত করছে বলে অভিযোগ করেন তিনি৷

সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহদপ্তর সম্পাদক আসাদুল করিম প্রমুখ৷

প্রসঙ্গত, বুধবার নিবন্ধনের জন্য নতুন রাজনৈতিক দল সাংস্কৃতিক বিএনএফকে প্রাথমিকভাবে বাচাই করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ৷ সেই সঙ্গে বিএনপির অভিযোগ সত্ত্বেও বিএনএফকে গমের শীষ প্রতীক বরাদ্দ দেয়ার কথা ভাবছে বলে জানান তিনি৷

শেয়ার করুন