বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া ইফতার পার্টির আয়োজন করেছেন। আজ শনিবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার এলডি হলে এ ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে খালেদা জিয়ার পক্ষ থেকে আওয়ামী লীগ, জাতীয় পার্র্টি, বিকল্পধারা, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে প্রতি বছরই রাজনীতিবিদদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়।