জামায়াতের ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সিমেন্ট কোম্পানির তিনটি গাড়িতে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। এসময় তারা ভাঙচুর চালায় আরও কয়েকটি যানবাহনে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টায় ফতুল্লার কাশিপুরের ভোলাইল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ৫টায় ২০-২৫ জন জামায়াত-শিবির কর্মী ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের ফতুল্লার ভোলাইল এলাকায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে। এসময় তারা একটি সিমেন্ট কোম্পানির দু’টি কাভার্ডভ্যান ও একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করে বেশ কয়েকটি যানবাহন।
তবে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই পিকেটাররা পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়ে গেছে। কাউকে আটক করা সম্ভব হয়নি।