স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যা

0
291
Print Friendly, PDF & Email

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ভগবতি গ্রামের নাঙ্গলবাড়ীর দরজা নামক স্থানে আবদুল মতিন প্রকাশ রং মতিন নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় মতিনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল মতিন প্রকাশ রং মতিন (৩৫) ইউপির ভগবতি গ্রামের নূরুল ইসলামের ছেলে। তিনি আলাইয়াপুর ইউপির স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মতিন বুধবার রাত সাড়ে নয়টার দিকে ইউপির ভগবতি গ্রামের নাঙ্গলবাড়ীর দরজার স্থানীয় শাহজাহান মেম্বারের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে কয়েকজন মুখোশধারী তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মানিককে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ মডেল থানার ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

শেয়ার করুন