শাহবাগ থেকে গণজাগরণ মঞ্চের কর্মীদের সরিয়ে দেওয়ায় ছাত্রলীগের প্রশংসা করেছেন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি আজ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় পাটির্র নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই প্রশংসা করেন।
তিনি বলেন, “ছাত্রলীগ একটা ভালো কাজ করেছে। শাহবাগ থেকে গণজাগরণ চত্বরের কর্মীদের তারা লাঠি পিটিয়ে সরিয়ে দিয়েছে, এ জন্য ছাত্রলীগকে ধন্যবাদ জানাচ্ছি।”
অনুষ্ঠানে আরো ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ, প্রেসিডিয়াম সদস্য বাণিজ্য মন্ত্রী জিএম কাদের এমপি, প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জামাল হায়দার, গোলাম হাবিব দুলাল, সৈয়দ আবু হোসেন বাবলা, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, কাজী ফিরোজ রশীদ প্রমুখ।