পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘ভুল মানুষ করে। আর মানুষই সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরায়। দেশের ধারাবাহিক উন্নয়ন ধরে রাখার জন্য জনগণের উচিত্ আওয়ামী লীগকে একটা সুযোগ দেয়া।’
তিনি আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে শেখ হাসিনার সপ্তম অন্তরীণ ‘গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজিত আলোচনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মুজাহিদের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘আজকে আরেকটি রায় প্রকাশিত হয়েছে। এই রায়ে প্রমাণিত হয়ে যে তারা কী ধরনের অপরাধ করেছিল। রায়ে আমি সন্তুষ্ট। আমি মনে করি দেশের মানুষও সন্তুষ্ট হয়েছে। জনগণ আমাদের আবার সুযোগ দেবেন। কারণ আমাদের সরকার যেসব ভালো কাজ করছে তার জন্য জনগণ আমাদের আবার সুযোগ দেবে।’