ইফতারের বিরতির পর স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে উঠেছে গণজাগরণ মঞ্চ। গোলাম আযমের কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে তার ফাঁসি চাচ্ছেন গণজাগরণ চত্বরে সমবেতরা।
বুধবারের রায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে যেন ফাঁসি দেওয়া হয় সে দাবিও তোলা হচ্ছে গণজাগরণ মঞ্চ থেকে।
‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই,’ ‘জয় বাংলা, জয় জনতা,’ ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন,’ ‘শেষ বলে ছক্কা, মুহাজিদ বক্কা,’ ও ‘গো. আযমের ফাঁসি চাই আর কোনো রায় নাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন সমবেতরা।
সমবেতরা মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে মোম বাতি জ্বালিয়েছেন, রাস্তায় লিখেছেন নিজেদের দাবির কথা।
জামায়াতের সাবেক আমির গোলাম আযমের রায়কে কেন্দ্র করে সোমবার থেকে নতুন করে শাহবাগে অবস্থান নেন গণজাগরণ মঞ্চ।