লন্ডনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি’র একটি প্রতিনিধি দল। বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিটে তারা লন্ডনে পৌঁছান।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য সাইরুল কবির খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার ভোর সাড়ে ৫টায় কাতার এয়ারওয়েজের একটি বিমানে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ও ব্যারিস্টার নওশাদ জমির।
মূলত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে বৈঠক করতেই মির্জা ফখরুলের এবারের লন্ডন যাত্রা।
বিএনপির দায়িত্বশীল একটি সূত্রে জানা গেছে, ১৬ জুলাই তিনি তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন। ১৮ জুলাই তার দেশে ফেরার কথা।
সফরকালে ১৭ জুলাই হাউস অব লর্ডসে ‘হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনারেও বক্তব্য দেবেন মির্জা ফখরুল।