বিএনপি নেতা লন্ডনী নিখোঁজ

0
158
Print Friendly, PDF & Email

মেঘনা থানা বিএনপির সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী নিখোঁজ হয়েছেন।
 
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর কাকরাইল মোড় থেকে নিখোঁজ হন তিনি।
 
যুবদল নেতা গিয়াসউদ্দিন মামুন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
 
ডিবি পরিচয়ে সাদা পোশাকের কিছু লোক লন্ডনীকে নিয়ে যান বলে উপস্থিত নেতাকর্মীদের দাবি।
 
তারা বাংলানিউজকে জানান, পিস্তল ঠেকিয়ে লন্ডনীকে গাড়িতে তোলা হয়।
 
তিনি জানান, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি মেজর (অব.) এম এম মেহবুব রহমানের ছোটভাই আখতার হোসেনসহ অন্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
 
আখতারের বরাত দিয়ে মামুন জানান, সন্ধ্যায় মেঘনা থানার জাতীয়তাবাদী ফোরামের ইফতার পার্টি ছিল। ড. খন্দকার মোশাররফ এতে প্রধান অতিথি ছিলেন। 
 
ইফতার পর্ব শেষে লন্ডনী বের হলে এ ঘটনা ঘটে।
 
মামুন জানান, ঘটনার পরে ডিবি অফিসে খোঁজ নেওয়া হয়। কিন্তু অফিস থেকে জানানো হয়, এই নামে কাউকে আটক করা হয়নি।
 
মামুন ও অন্যরা একে ‘অপহরণ’ বলে দাবি করেন।

শেয়ার করুন