নির্বাচনী কাজে প্রধানমন্ত্রী পুত্র জয় দেশে

0
169
Print Friendly, PDF & Email

আগামী নির্বাচনকে সামনে রেখে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার সকাল ৬টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুব-উল হক শাকিল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সজীব ওয়াজেদ জয় তার স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার ও মেয়ে সোফিকে নিয়ে দেশে ফিরেছেন।

গণভবন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েকটি লক্ষ্যকে সামনে রেখে দেশে এসেছেন তিনি।

পর পর পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের পর যখন আওয়ামী লীগ নিজেদের জনসমর্থন নিয়ে শঙ্কিত- তখন দেশে ফিরে এসেছেন জয়। এ সফরে তিনি বেশ কয়েকদিন দেশে থাকবেন বলে সূত্রটি জানায়। তবে সুনির্দিষ্টভাবে কতদিন দেশে থাকবেন এ সর্ম্পকে কিছু জানা যায় নি।

আগামী নির্বাচনে জনগণের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা বাড়ে এমন কিছু কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

অপর এক সূত্র জানায়, ২০০৮ সালে যেমন জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার, ডিজিটাল বাংলাদেশ গড়ার মূল থিংকার হিসেবে কাজ করেছেন জয়, এবারো সেরকম কিছু প্ল্যান নিয়ে এসেছেন তিনি।

সজীব ওয়াজেদ জয়ের দেশে ফিরে নির্বাচনমূখী কর্মকাণ্ডে অংশগ্রহণের পরিকল্পনাকে ইতিবাচক ভাবে দেখছেন আওয়ামী লীগ নেতারা।

শেয়ার করুন