মাদক সম্রাট মিগেল অ্যাঞ্জেল আটক

0
142
Print Friendly, PDF & Email

বিশ্বে মাদক চোরাচালানের অন্যতম বড় সিন্ডিকেট ও যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের প্রতাপশালী অপরাধ সংগঠন জেতাস’র প্রধান মিগেল অ্যাঞ্জেল ট্রেভিনো মোরালেসকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সংবাদ মাধ্যমগুলোকে এ খবর নিশ্চিত করে মেক্সিকান সরকার জানায়, ‘জেড-৪০’ খ্যাত এই মাদক সম্রাটকে যুক্তরাষ্ট্র সীমান্তের অদূরে ন্যুভো লারেদো শহরের কাছ থেকে আটক করা হয়েছে।

২০১২ সালে জেতাস’র প্রতিষ্ঠাতা হেরিবার্তো লাজকানোর মৃত্যুর পর এই অপরাধ সিন্ডিকেটটির নিয়ন্ত্রণ নেন মিগেল।

সংবাদ মাধ্যম জানায়, মুক্তিপণ দিতে ব্যর্থ অপহৃত লোকজন ও প্রতিপক্ষের সদস্যদের ওপর নিষ্ঠুর নির্যাতনের জন্য জেতাসের কুখ্যাতি আছে। এরা অল্পতেই ক্ষিপ্ত হয়ে সাধারণ লোকজন এবং প্রতিপক্ষের লোকজনের শিরশ্ছেদ করে ফেলে।

২০১০ সালে সান ফার্নান্দোতে ৭২ অভিবাসীকে হত্যা এবং একবছর পর ২০১১ সালে প্রায় ২০০ মানুষকে হত্যার অভিযোগ রয়েছে জেতাসের বিরুদ্ধে।

মাদক চোরাচালানই প্রধান কাজ হলেও অর্থ পাচার, খুন, অপহরণ এবং নকল মুদ্রার ব্যবসা পরিচালনা করে থাকে জেতাসের মতো অপরাধ পরিচালনার সিন্ডিকেট সংগঠনগুলো।

সরকারি সূত্র জানিয়েছে, মিগেলকে বর্তমানে কঠোর নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।

শেয়ার করুন