মঙ্গলবার হরতাল চলাকালে দুপুর সাড়ে ১২টায় জয়পুরহাটের বাটার মোড়ে পুলিশকে লক্ষ্য করে শিবিরকর্মী দের ৩টি ককটেল বিস্ফোরণ ঘটালে পুলিশও তাদের লক্ষ্য করে পাল্টা ৬রাউন্ড শর্টগান ও ১রাউন্ড গ্যাস গানের গুলি নিক্ষেপ করে। তবে এতে একজনকেও আটক করতে পারে নি পুলিশ।
অপর দিকে জয়পুরহাটে সদর উপজেলার নাকুরিয়া ও হিচমি বিভিন্ন স্থানে সড়ক অবরোধ সহ নাশকতা সৃষ্টির চেষ্টাকালে পুলিশ পৃথক এলাকা থেকে জামায়াত-শিবিরের ২৭নেতা-কর্মীকে আটক করেছে।
এ ছাড়া সোমবার হরতাল চলাকালে জয়পুরহাটের ‘শুকতাহার’ এলাকায় ধান ও পাথর বাহি ৩টি ট্রাক পোড়ানোর ঘটনায় জামায়াত-শিবিরের ১৪নেতাকর্মীর নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৮০জনকে আসামি করে জয়পুরহাট থানায় ‘সন্ত্রাস বিরোধী আইনে’ মামলা দায়ের করেছে পুলিশ