আশুলিয়া টোলপ্লাজা এলাকায় দুটি বাসের সংঘর্ষের ঘটনায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নদীতে পড়ে গেছে। এ ঘটনায় কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছেন ও ১৪ জন নিখোঁজ রয়েছেন। এরই মধ্যে উদ্ধারকারীরা ৯ জনের লাশ উদ্ধার করেছেন।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, আশুলিয়ার বেরিবাধ এলাকার আব্দুল্লাপুর-বাইপাইল সড়কে আব্দুল্লাপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ও বাইপাইল থেকে ছেড়ে আসা অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় একটি নিয়ন্ত্রণ হারিয়ে নদিতে পড়ে যায়। এতে ৩০ জন আহত ও নদীতে পড়ে যাওয়া অপর বাসের প্রায় ২৬ যাত্রী নিখোঁজ হয়।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও স্থনীয়দের সহায়তায় নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
এ ব্যাপারে আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।