বিসিএস পরীক্ষায় কোটা পদ্ধতি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

0
119
Print Friendly, PDF & Email

বিসিএস পরীক্ষায় কোটা পদ্ধতি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। রবিবার সকালে আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দাখিল করেন।

বিষয়টি শুনানির জন্য আজই হাইকোর্টের একটি বেঞ্চে উপস্থাপন করা হবে বলে জানান রিট আবেদনকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ।

উল্লেখ্য, বিসিএসসহ সব ধরনের সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বুধবার থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। গত ৮ জুলাই ৩৪তম বিসিএস প্রিলিমিনারি ফল প্রকাশিত হয়। এতে মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা ও উপজাতি কোটায় আলাদাভাবে পাস করানো হয়।

অতীতে কোনো বিসিএসে এমনটি করা হয়নি। কোটার বিবেচনা শুধু মৌখিক পরীক্ষায় পাসের পর করা হতো। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় অন্য সবার মতোই কোটাধারীদের পাস করতে হতো।

কিন্তু এবার প্রিলিমিনারি পরীক্ষায় কোটা পদ্ধতি চালু করার কারণে অনেক মেধাবী শিক্ষার্থীই তাতে পাস করতে পারেননি। এ কারণে আন্দোলনে নেমেছেন বঞ্চিতরা।

শেয়ার করুন