ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে শুক্রবার নটিংহ্যামশায়ারকে ৭ উইকেটে হারিয়েছে সাকিবের দল লিস্টারশায়ার।আর এ জয় সম্ভব হয়েছে সাকিব আল হাসানের অসাধারণ ব্যাটিংয়ে।৬ খেলায় ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকা লিস্টারশায়ারের দ্বিতীয় জয় এটি।
প্রতিপক্ষের মাঠ গ্রেস রোডে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৮ রান করে নটিংহ্যামশায়ার। সর্বোচ্চ ৫০ রান সমিত প্যাটেলের। সাকিব ৪ ওভার বল করে ২১ রানে নেন ১ উইকেট। লিস্টারশায়ারের সবচেয়ে সফল বোলার শিব ঠাকুর ৩০ রানে নেন ৩ উইকেট।
জবাবে ৯৪ রানে ৩ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়া লিস্টারশায়ারকে ১৪ বল হাতে রেখেই জয় এনে দেয়ার কৃতিত্ব ম্যাচ সেরা অধিনায়ক জশুয়া কব (৫২ বলে অপরাজিত ৬৭) ও সাকিবের। ৪৩ বলে ৬৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা।
এতে সাকিবের অবদানই বেশি। মাত্র ২১ বলে ৩টি করে ছক্কা ও চারের সাহায্যে ৪৩ রানে অপরাজিত থাকেন সাকিব।