প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে সব স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভিত্তিতে হওয়া। পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় ইস্যুর প্রভাব পড়েনি বলেও তিনি মন্তব্য করেন। আজ দুপুরে গণভবনে বিআরটিসির নতুন বাস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওয়াজে নারীদের নিয়ে আহমদ শফীর বক্তব্যের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, আল্লামা শফীর একটা কথা দুই/একদিন ধরে টেলিভিশনে দেখছি। তিনি যা বলেছেন তা অত্যন্ত জঘন্য বলে আমি মনে করি। ইসলাম ধর্মে মেয়েদের সবচেয়ে বেশি স্বাধীনতা ও অধিকার দেয়া হয়েছে। উনি মেয়েদের সম্পর্কে অত্যন্ত নোংরা ও জঘন্য কথা বলেছেন।