ইরাকে পৃথক পৃথক সন্ত্রাসী হামলায় নিহত ৪০

0
126
Print Friendly, PDF & Email

ইরাকে পৃথক পৃথক সন্ত্রাসী হামলায় বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর ২৫ সদস্যসহ ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৭ জন।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিশ্বের বার্তা সংস্থাগুলো এখবর জানায়।

দেশটিতে ক্রমবর্ধমান সহিংসতায় চলতি বছর ইতিমধ্যেই ২৫শ মানুষ প্রাণ হারিয়েছে। এ মাসেই মারা গেছে ২শ ৪০ জনেরও বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, ইরাকের সংখ্যাগরিষ্ঠ সুন্নী সম্প্রদায়ের অব্যাহত অসন্তোষ এবং ক্ষমতাসীন শিয়া সরকারের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার কারণে দেশটিতে সম্প্রতি সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদের উত্তর পশ্চিমে অবস্থিত হাদিথাহ ও বাইজি এলাকার মধ্যবর্তী সড়কে বন্দুকধারীদের হামলায় ২৫ সেনা নিহত হয়। এদের মধ্যে ১১ জন দেশের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা প্রহরার কাজে নিযুক্ত ছিল।

বাগদাদের উত্তর পশ্চিমের মুকদাদিয়াহ এলাকায় গাড়ি বোমাবোমা হামলায় নিহত হয় ১০ শিয়া। নিহতরা সবাই একই পরিবারের। তারা এক শোকসভায় অংশ নেয়ার সময় গাড়িবোমাটি বিস্ফেরিত হয়। হামলায় আহত হয় আরো ২২ জন।

তিরকিতে রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয় তিন পুলিশ। এতে আহত হয় আরো পাঁচ জন।

আনবার প্রদেশের কালাদিয়া শহরে জঙ্গিরা এক পুলিশ স্টেশনের ওপর হামলা চালালে চার পুলিশ নিহত এবং আরো আট জন আহত হয়। এ সময় পুলিশের গুলিতে এক হামলাকারীও প্রাণ হারায় বলে জানা যায়।

শেয়ার করুন