আ’লীগ ছাড়ার সিদ্ধান্ত শামীম ওসমানের

0
134
Print Friendly, PDF & Email

গোয়েন্দা পুলিশ এক কর্মীকে ধরে নিয়ে গেছে অভিযোগ করে তাকে ফিরিয়ে দিতে বেঁধে দেয়া ২৪ ঘণ্টা সময় পার হয়েছে। তাই আওয়ামী লীগ থেকে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত নেতা শামীম ওসমান।

নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলায় তাঁর বাবা রাফিউর রাব্বীর সন্দেহের তালিকায় শামীম ওসমান ও তাঁর ছেলে অয়ন ওসমানের সাথে তৃতীয় তালিকায় থাক যুবলীগ কর্মী জহিরুল ইসলাম ভূঁইয়া পারভেজ নিখোঁজ শনিবার থেকে।

তাকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে, এই অভিযোগ করে পারভেজকে ফিরিয়ে দিতে সোমবার ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন শামীম ওসমান। সময়সীমা পার হওয়ার পর পেরিয়ে গেছে আরও দুই দিন।

এখন কী করবেন, জানতে চাইলে বৃহস্পতিবার সকালে শামীম ওসমান গণমাধ্যমকে বলেন, ‘নেত্রীর সঙ্গে কথা বলেই আমি দল ছাড়ার ঘোষণা দেবো’।

শামীম ওসমান নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কমিটিতে নেতৃত্বের পর্যায়ে না থাকলেও দলে তার ভূমিকা বরাবর প্রশ্নাতীত।

নানা সময় আক্রমণাত্মক বক্তব্য এবং আচরণের জন্য দেশজুড়ে সমালোচিত হয়েছেন তিনি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সমর্থন নিয়েও একই দলের নেতা সেলিনা হায়াৎ আইভীর কাছে বিপুল ভোটে হেরে যান শামীম ওসমান।

নারায়ণগঞ্জে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বীর কিশোর ছেলে তানভীর মোহাম্মদ ত্বকীর হত্যার পর তার বাবা এই ঘটনায় দায়ী করেন ত্বকীর বাবা।

অতীতের নানা ঘটনার পর এই অভিযোগ শামীম ওসমানের অবস্থান আরও নড়বড়ে করে দেয়।

ত্বকী হত্যার বিচার দাবিতে সম্প্রতি নারায়ণগঞ্জ শহীদমিনারে অবস্থান চলাকালে ত্বকীর বাবার দিকে তেড়ে যান যুবলীগ কর্মী পারভেজ। এ সময় পারভেজ পিস্তল দেখান বলেও অভিযোগ ওঠে। পারভেজের সঙ্গে শামীম ওসমানের সম্পর্ক খুবই ঘনিষ্ট।

এই ঘটনার পর শনিবার পারভেজকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ করছেন শামীম ওসমান। ত্বকী হত্যার সঙ্গে তিনি ও তাঁর সমর্থক বা কোনো কর্মী কোনোভাবেই জড়িত নন বলে আবারও দৃঢ়তার সঙ্গে বলেন তিনি।

শামীম ওসমান বলেন, দলের সভানেত্রীর দেশে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন। এখন তার সঙ্গে দেখা করেই দল ছাড়ার ঘোষণা দেবেন তিনি।

শামীম ওসমান বলেন, ‘দলের জন্য অনেক কিছু ছাড় দিতে হয়। এর আগেও দলের একজন নিবেদিতকর্মী মাকসুদকে অপহরণ করা হয়েছে। পরে তার মরদেহ পাওয়া গেছে।

এবার পারভেজকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এভাবে দলের নেতাকর্মীরা একে পর এক হারিয়ে গেলে আমি রাজনীতি করব কাদের নিয়ে? তিনি বলেন, ‘এভাবে চলতে দেয়া যায় না। তাই আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’

শেয়ার করুন