নির্বাচিত ঠিকাদারেই পদ্মাসেতু

0
164
Print Friendly, PDF & Email

দুর্নীতির অভিযোগের কারণে নির্ধারিত ঠিকাদার দিয়ে নয়, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নির্বাচিত ঠিকাদার দিয়েই পদ্মাসেতু প্রকল্পের কাজ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের এতথ্য জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, সম্প্রতি পদ্মা বহুমূখী সেতুপ্রকল্পে  চীনের ২৪০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাবে নির্ধারিত ঠিকাদারের বিষয়টি উল্লেখ থাকায় তাদের প্রস্তাবটি গ্রহণ করা সম্ভব নয়। তিনি চীনের বিনিয়োগ প্রস্তাব প্রায় নাকচ করে দিয়ে বলেন, আই ডোন্ট সি অ্যানি পসিবিলিটিজ। এর আগে রাশিয়াও প্রস্তাব দিয়েছিল।

শেয়ার করুন