ডিসিসি নির্বাচনের তফসিল চেয়ে আইনি নোটিশ

0
117
Print Friendly, PDF & Email

আজ সকালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ৪৮ ঘণ্টায় ডিসিসি নির্বাচনের তফসিল চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। নোটিশটি রেজিস্ট্রি ডাকযোগে এলজিআরডি সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব বরাবরেও পাঠানো হয়।

নোটিশদাতাগণ দাবি করেন, স্থানীয় সরকার (সিটি করপোরশন) ২০০৯ এর ৩৪ ধারা অনুযায়ী, প্রথমবার গঠনের ক্ষেত্রে সিটি করপোরেশন নির্বাচন একশত আশি দিনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

৪৮ ঘণ্টা সময়ের মধ্যে তফসিল ঘোষণা করা না হলে হাইকোর্টে রিট করা হবে বলে জানান নোটিশদাতাগণ।

শেয়ার করুন